Labels

Wednesday, November 11, 2015

নিজেই E-TIN করুন, প্রযুক্তির সাথে থাকুন ।

যে কোন কাজ করতে গেলেই এখন টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। ব্যাংকিং কার্যক্রম থেকে শুরু করে সবক্ষেত্রেই এখন E-TIN (টিন) সার্টিফিকেট লাগে। এখন সেটা করতে পারেন আনার ঘরে বসেই। দরকার হবে না কোন অতিরিক্ত টাকার। টিন সার্টিফিকেট তৈরী করা খুব সহজ,যা অনেকেই কঠিন মনে করেন। একটু চেস্টা করলেই বাচবে আপনার সময় এবং টাকা ।
আজ আমরা দেখবো কিভাবে অনলাইন এ টিন সার্টিফিকেট তৈরী করবেন:

১. প্রথমে আমরা www.incometax.gov.bd এই web page টি open করবো।
২. রেজিস্টার এ click করুন।
৩. একটি user id দিন,তারপর পরপর ২ বার পাসওয়ার্ড দিন।
৪. একটি Secret Question পছন্দ করে সেটির উত্তর দিন।
৫. Country সেলেক্ট করুন।
৬. আপনার মোবাইল নাম্বার দিন
৭. ই-মেইল এড্রেস দিন
৮. ভেরিফিকেশন কোড দিন
৯. রেজিস্টার এ ক্লিক করুন।
এবার আপনি আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাবেন। এই কোডটি দিন। Activate এ ক্লিক করুন।
Tin-2
১০. For TIN Registration/Re-registration Click here এ ক্লিক করুন।
Tin-3

* করদাতার ধরণ :যদি আপনি বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন তবে Bangladeshi Resident এ ক্লিক করুন,অন্যথায় আপনার পছন্দমত Option এ ক্লিক করুন।
* ন্যাশনাল আইডি কার্ড থাকলে Individual>Bangladeshi>Major(with NID)তে ক্লিক করুন।
* রেজিস্ট্রেশন এর ধরণ এ New Registration এ ক্লিক করুন।
* আয়ের উৎস দেখিয়ে দিন।আপনি যদি চাকুরী করে থাকেন তবে Service,আর যদি ব্যবসা করে থাকেন তবে Business এ ক্লিক করুন।
* Location of main source of income এ আপনার কর্মস্থল এর Location দেখিয়ে দিন।
* Type of Employer/Service Location এ আপনার কাজের ধরণ দেখিয়ে দিন।নিচে আরো একটি ঘর আসবে সেখানে আপনার কর্মস্থলের ঠিকানা দিন।(যদি ঠিকানা চায় তবে দিবেন।)
* Next এ ক্লিক করুন।
১.  Taxpayer’s Name/ করদাতার নাম
২. Gender / লিঙ্গ
৩. Taxpayer’s National ID Number / জাতীয় পরিচিতি নম্বর
৪. Date of Birth (DoB) / জন্ম তারিখ:
৫. Father’s Name / পিতার নাম:
৬. Mother’s Name / মাতার নাম:
৭. Name of Spouse / স্বামী বা স্ত্রীর নাম:
৮. Mobile Number/ মোবাইল নম্বর:
৯. Facsimile / ফ্যাক্স :
১০. Email / ইমেইল:
১১. Current Address (For Indivisual “Present Residential Address”):
১২. Permanent Address:
১৩. Other Address (Working / Bussiness Address):
Go Next এ ক্লিক করুন। এবার আপনি রেজিস্ট্রেশনের Preview দেখতে পাবেন।কোন ভুল থাকলে ঠিক করে নিন।
এবার Submit এ ক্লিক করুন। হয়ে গেল আপনার e-tin.

No comments:

Post a Comment