ওয়েব ডিজাইন
করার যে সকল ল্যাঙ্গুয়েজ আছে HTML তার মধ্যে
অন্যতম। HTML ছাড়া কোন ওয়েব
সাইট ডিজাইন করা সম্ভব নয়। HTML অর্থ হল Hyper
Text Markup Language. আসুন শিখি কিভাবে কাজ করা যায় HTML দিয়ে। প্রথমে একটা New
Text Document.txt নিবেন নিউ
ফোল্ডার নেয়াহয় যেভাবে । New Text Document.txt ওপেন করুন
এবার file এ গিয়ে save করুন । নাম এর জায়গায় লিখুন index আর .txt এর জায়গায় লিখুন .html . html এর আগে অবশ্যই (.) চিহ্ন দিতে
হবে। HTML Code গুলোর সুরু tag ও শেষ tag আছে ।
html এর বেসিক tag গুলো হল ঃ------------
html এর বেসিক tag গুলো হল ঃ------------
সুরু Tag===========
<html>
<head><title><body>
শেষ Tag===========
</html></head></title></body>
সাধারনত BODY এর ভিতর সব Code লেখা হয়।
উদাহরণ=============
Index.html নাম এ যে ফাইল টা তৈরি করেছেন সেটাকে notepad
এ ওপেন করুন আর
নিচের কোড গুলো লিখে Save করুন।
<html>
<head>
<title>this is my first Title</title>
</head>
<body>
Type Your Name or Something
</body>
</html>
<head>
<title>this is my first Title</title>
</head>
<body>
Type Your Name or Something
</body>
</html>
এবার ফাইল টা Browser
এ ওপেন করুন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
No comments:
Post a Comment